উন্মুক্ত স্থানে নয়, ঈদের নামাজ মসজিদেই

প্রকাশিত: ৮:৩৮ পিএম, মে ১২, ২০২১
  • শেয়ার করুন

উন্মুক্ত স্থানে নয়, স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদেই পড়তে হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার (১২ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ব্রিফিংয়ের পর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে উন্মুক্ত স্থানে জামাতের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছিল।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ঈদের জামাতের জন্য একটি নির্দেশনা গত ২৬ এপ্রিল দেওয়া হয়েছিল। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের বিষয়ে উক্ত বিজ্ঞপ্তি বহাল থাকবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে।



সর্বশেষ খবর