সবাইকে টিকা নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবেঃ রেলমন্ত্রী

প্রকাশিত: ৯:২৭ পিএম, এপ্রিল ৮, ২০২১
  • শেয়ার করুন

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রথম ডোজ নেয়ার পর যেমন সুস্থ ছিলাম, এবারো তেমনি সুস্থ বোধ করছি। সবার মঙ্গলের জন্য টিকা নিন। নিজে সুস্থ থাকুন, সবাইকে নিরাপদ রাখুন।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমরা করোনাভাইরাসের টিকা নিতে পারছি। এখনো অনেক দেশ টিকার ব্যবস্থা করতে পারেনি। এ কারণে সবাইকে টিকা নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে।

এ সময় জেলা ও দায়রা জজ শরিফ হোসেন হায়দার, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ৪১ হাজার ৪২১ জনকে টিকা দেয়া হয়েছে। তারা সবাই দ্বিতীয় ডোজের টিকা পাবেন। এরই মধ্যে দ্বিতীয় ডোজের দুই হাজার ৪০০ টিকা পঞ্চগড়ে পৌঁছেছে।



সর্বশেষ খবর