টিকার দ্বিতীয় ডোজ নিলে ভ্যাকসিন পাসপোর্ট দেবে সরকার: পলক

প্রকাশিত: ১১:৩০ এএম, এপ্রিল ৮, ২০২১
  • শেয়ার করুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের সনদের পাশাপাশি ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেবে সরকার।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেয়ার পর এ কথা জানান তিনি।

পলক বলেন, প্রথম দফায় সুরক্ষা অ্যাপে কিছু সমস্যা হলেও এবার আর হবে না। তিনি সুরক্ষা অ্যাপ পূরণ করে টিকা নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এর আগে সকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের টিকাগ্রহণের মাধ্যমে বিএসএমএমইউয়ের টিকাদান কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ প্রদানের কর্মসূচি শুরু হয়।

তিনি করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।



সর্বশেষ খবর