
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি বলেছেন, মাস্ক শুধু করোনা ভাইরাস (কোভিট-১৯) থেকেই রক্ষা করে না, ধূলাবালু থেকেও আমাদের রক্ষা করে। তাছাড়া মাস্ক ব্যবহার করলে ঠাণ্ডাজনিত রোগ হওয়ার সম্ভাবনাও কম থাকে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শেরপুর জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্রদের মধ্যে শীতের কম্বল বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক কৃষিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের সভাপতি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত মাস্ক পড়েন। তিনি বক্তব্য দেওয়ার সময় দেশ ও জাতির সুরক্ষায় সবাইকে মাস্ক পড়ার তাগিদ দেন।