
পদত্যাগ করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। সোমবার দেশটির রাজা সুলতান আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেবেন।
নিউজ পোর্টাল মালয়েশিয়াকিনির বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
রাজা যদি তার পদত্যাগপত্র গ্রহণ করেন, তবে মহিউদ্দিনের ১৭ মাসের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটবে। করোনা ভাইরাসসহ বিভিন্ন রাজনৈতিক কারণে তার এই ক্ষমতায় থাকা সুখকর ছিল না।