
লালমনিরহাটের কালীগঞ্জে প্রথম দিনের কর্মসূচি স্থগিত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
দুই দিনের সফরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) কালীগঞ্জ ও লালমনিরহাটসহ রংপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়র করার কথা ছিল তার। দ্বিতীয় দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (১২ নভেম্বর) সকালে ঢাকা থেকে রংপুরে এসে পৌঁছাবেন তিনি।
কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মান্নান। তবে কী কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে সেটি জানা যায়নি।
এ বিষয়ে জানতে মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) মিজানুর রহমান মিজানের মুঠোফোনে কল দিলে তিনি সংযোগ কেটে দেন।
সফরসূচি অনুযায়ী শুক্রবার সকালে ঢাকা থেকে বিমানযোগে রওনা দেবেন মন্ত্রী। এরপর কারমাইকেল কলেজের ১০৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে লালমনিরহাট সরকারি শিশু পরিবারে (বালিকা) একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে নিজ বাড়ি কালীগঞ্জে কিছু সময় অবস্থান শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ২টায় কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল মন্ত্রীর।
এদিকে নির্বাচনকালীন সময়ে একজন মন্ত্রীর আগমন ও দলীয় প্রার্থীদের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানোয় তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ- ওঠে। এর পরপরই তার নির্বাচনী এলাকার কর্মসূচি স্থগিত করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ নভেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার আটি এবং ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলা আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই উপজেলার ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।