স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু

প্রকাশিত: ১১:০২ এএম, ডিসেম্বর ১২, ২০২১
  • শেয়ার করুন

পরীক্ষামূলকভাবে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে গেলো স্বপ্নের মেট্রোরেল। তবে এতে কোনো যাত্রী ছিল না।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৯ মিনিটে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। এর আগে মেট্রোরেল চলাচলের জন্য রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়।

মেট্রোরেলের যাত্রা উপলক্ষ্যে আগারগাঁও স্টেশনে মূল অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান।

এর আগে গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। পরে নিয়মিতই মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা চলছে।

মেট্রোরেল দিয়ে ৩৫ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। প্রথম দিকে প্রতিদিন ৪ লাখ ৮৩ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। ভোরের নামাজের পর মেট্রোরেল চলাচল করবে রাত সাড়ে ১২টা পর্যন্ত।



সর্বশেষ খবর