সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে জাপার মনোনয়ন পেলেন মোক্তার হোসেন

প্রকাশিত: ১০:৫৬ এএম, অক্টোবর ৬, ২০২১
  • শেয়ার করুন

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন মো. মোক্তার হোসেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে তাকে মনোনয়ন দেন।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।



সর্বশেষ খবর