রওশন এরশাদের অবস্থা অপরিবর্তিত, গুজব না ছড়ানোর অনুরোধ

প্রকাশিত: ১১:১৭ এএম, নভেম্বর ৬, ২০২১
  • শেয়ার করুন

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হবে তার।

রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

এদিকে রওশন এরশাদের অসুস্থতা নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টি হয়েছে। এ কারণে তার ছেলে সাদ এরশাদ এমপি সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধীদলীয় নেতাকে নিয়ে গুজব সৃষ্টি না করতে অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (৫ নভেম্বর) জাপা সূত্রে এ তথ্য জানা গেছে।



সর্বশেষ খবর