কুমিল্লার বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

প্রকাশিত: ৯:৪৮ পিএম, অক্টোবর ১৩, ২০২১
  • শেয়ার করুন

 

কেয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে কুরআন তার পাঠকারীকে সে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে।

নতুন খবর হচ্ছে, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে সনাতন সমাজকল্যাণ সংঘের আয়োজনে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এর আগে ধর্ম মন্ত্রণালয় থেকে এক ঘোষণায় জানানো হয়: কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।



সর্বশেষ খবর