করোনা সংকটে সাহায্য পেয়ে বন্ধু পুতিনকে ধন্যবাদ জানালেন মোদি

প্রকাশিত: ১১:০৭ এএম, এপ্রিল ২৯, ২০২১
  • শেয়ার করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় রাশিয়া কর্তৃক জরুরি সাহায্য পাঠানোয় পুতিনকে বন্ধু আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

গতকাল বুধবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ফোনালাপের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

টুইটে তিনি বলেছেন, আজ আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে। আমরা ক্রমবর্ধমান করোনাভাইরাস মকামারি পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং সংকটের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে রাশিয়ার সহায়তা ও সমর্থনের জন্য আমি প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছি।

ফোনালাপের পর মোদি বলেন, স্পুটনিক-ভি টিকার বিষয়ে আমাদের সহযোগিতা বৈশ্বিক মহামারি মোকাবিলায় মানবতাকে সাহায্য করবে।

নরেন্দ্র মোদি আরও জানান, বুধবারের ফোনালাপে তারা দুজনে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে হাইড্রোজেন অর্থনীতিসহ মহাকাশ গবেষণা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয় পর্যালোচনা করেছেন।



সর্বশেষ খবর