পুলিশ এখন জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৮:১০ পিএম, অক্টোবর ৯, ২০২১
  • শেয়ার করুন

 

দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ বিতর্কের জন্ম দিচ্ছে৷ গুটিকয়েক পুলিশ সদস্যের নীতিভ্রষ্টতার কারণে এমন অভিযোগ পুরো পুলিশ বাহিনীর উপর এসে পড়ে৷ তবে এর পেছনে নাগরিক সমাজের ভূমিকাও কম দায়ী নয়?

নতুন খবর হচ্ছে, বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ এখন জনগণের বন্ধুতে পরিণত হয়েছে। তিনি বলেন, ১০ বছর আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়।

আজ শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ বছর আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়। আগের পুলিশ জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, এখন পুলিশ জনগণের সহযোগিতার জন্য হাত বাড়ায়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করছে- এগুলি আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা জঙ্গি, সন্ত্রাস, আগুন সন্ত্রাস এসব দেখেছি। পুলিশ এসব দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে। পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা একের পর এক কাজ করছি। পুলিশের যা যা প্রয়োজন আমরা তাই করছি।



সর্বশেষ খবর