আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য হলেন শারুন চৌধুরী

প্রকাশিত: ৯:১৬ পিএম, ফেব্রুয়ারি ১৮, ২০২১
  • শেয়ার করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও চট্টগ্রাম আবাহনীর পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই উপ-কমিটি অনুমোদন করেছেন বলে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে জানা গেছে।

শারুন চৌধুরী এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য ছিলেন। তিনি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর একমাত্র ছেলে। দাতব্য সংস্থা পটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন শারুন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার ড. সাইদুর রহমান খানকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আইন ও জ্বালানি বিশেষজ্ঞ ড. সেলিম মাহমুদকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং গবেষণা ও প্রশিক্ষণসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দক্ষতা বৃদ্ধির কাজ করে থাকে এ উপ-কমিটি।



সর্বশেষ খবর